E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত

২০২৩ জুলাই ১৩ ১৩:৩৭:১৩
নগরকান্দায় প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক ২ দিন ব্যাপী মঙ্গল-বুধবার ছাগল-ভেড়া খামার ব্যবস্থাপনায় উভয়চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপ-পরিচালক ডা.জ্যোতির্ময় ভৌমক নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.বুলবুল আহমেদ। প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা .গোলাম আযম উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন

উল্লেখ্য বিষয় দুই দিনব্যাপী প্রশিক্ষণে উন্নত জাতের ছাগল ও ভেড়া খামার পালনের উপরে রোগবালাই ও খাদ্যের গুনাগুণ নিয়ে ব্যাপক আলোকপাত করেন। এতে প্রাণিজাত পালনে বংশবৃদ্ধি, মাংসের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

পরে খাবার ও সার্টিফিকেটের বিতরণ মাধ্যমে সবাইকে উৎসাহ প্রদান করেন।

(পিবি/এএস/জুলাই ১৩, ২০২৩)



পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test