E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় আবহমান গ্রাম-বাংলার ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

২০২৩ জুলাই ১৪ ১৮:২৪:৫৯
সালথায় আবহমান গ্রাম-বাংলার ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা : "ঘুড়ি উৎসবের আনন্দে এবার মেতে উঠবে সবাই" এ স্লোগানকে ধারণ করে ফরিদপুরের সালথায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ ঘুড়ি উৎসবের আয়োজন করেন।

শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৪ টায় সালথা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহ্উদ্দিন আইয়ূবী, সালথা থানার ওসি শেখ মো. সাদিক, সালথা উপজেলা আ'লীগের সাধারণ ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, প্রমূখ।

এ উৎসবে শতাধিক ঘুড়ি উড়ানো হয়েছে আকাশে। শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি প্রভৃতি। উৎসব দেখতে শত শত মানুষের ঢল নামে।

সালথা উপজেলা পরিষদ মাঠের আকাশ বিভিন্ন রং ও আকৃতির ঘুড়িতে নৈসর্গিক রুপ ধারণ করে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এছাড়াও শত শত মানুষের পদচারণায় স্থানটি দারুণভাবে উপভোগ্য হয়ে ওঠে।

এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন বলেন, তরুণ সমাজকে মাদক, অতিরিক্ত ইন্টারনেট আসক্তি থেকে ফেরাতে ও গ্রামের হারানো ঐতিহ্যকে ফেরাতে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। আমরা চাই প্রতিমাসেই এরকম ব্যতিক্রম ও সৃজনশীল কিছুর আয়োজন করার। যাতে যুব সমাজ বিপথগামী ও মাদকাসক্তিতে না জড়ান। এটাই সালথায় প্রথম ঘুড়ি উৎসব বলে জানান এ ইউএনও।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লাবু চৌধুরী বলেন, হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাধুলাসহ সব উৎসবগুলো সামনে নিয়ে আসতে হবে। তাহলেই সমাজ থেকে অন্যায় অপরাধগুলো ধীরে ধীরে কমে যাবে। এতো সুন্দর একটি ঘুড়ি উৎসব আয়োজনের জন্য সালথা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

(এএনএইচ/এএস/জুলাই ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test