E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত

২০২৩ জুলাই ১৮ ১৬:৩২:৩১
খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত

খাগড়াছড়ি প্রতিনিধি : পদযাত্রা কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় এলাকায় এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পদযাত্রা কর্মসূচির শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় এলাকায় জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। পরে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আযমসহ দলটির ৮-১০ নেতাকর্মী আহত হন। এর পরপরই পুরো শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলায় উভয়পক্ষ বাঁশ-লাঠি ও লোহার রড ব্যবহার করেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা শহরে যানবাহন চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিনা উসকানিতে আওয়ামী লীগের লোকজন বিএনপি অফিসে হামলা চালান বলে দাবি করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ ও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test