E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে আওয়ামী লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচী   

২০২৩ জুলাই ১৮ ২০:০৪:৪৫
মৌলভীবাজারে আওয়ামী লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচী   

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিরোধী দল বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ১ দফা কর্মসূচীর অংশ হিসেবে পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তাপ ছড়িয়েছে জেলা শহরে। তবে পৃথক সময়ে কর্মসূচী পালন করায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের এই পূর্ব ঘোষিত কর্মসূচী।  
 

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ব্যানারে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্তরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। এসময় দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে শহরে পদযাত্রা করেছে জেলা বিএনপি। কর্মসূচীতে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো নেতাকর্মী অংশ নেন। মঙ্গলবার বিকেল ৩ টায় শহরের প্রেসক্লাব চত্তরে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন।

এ সময় তাঁরা ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নানা প্রতিবাদী শ্লোগান দেন। পরে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে সেখান থেকে শোভাযাত্রা বের করে শহরের কুসুমবাগ চত্ত্রে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ওই সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।

সমাবেশে নাসের রহমান বলেন, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আজকে সারা বাংলাদেশে শুধু পদযাত্রা নয়, এটি বিজয়ের জয়যাত্রা শুরু হয়েছে। এর আগে সভা হয়েছে, সমাবেশ হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি। এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এক দফা এক দাবি, দাবি এখন একটাই।

নাসের রহমান বলেন, শুধু আমরা বিএনপি নই, ৩৬টি রাজনৈতিক দল একযোগে ঘোষণা দিয়েছে যে, এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। এদেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা এই সরকারের পদত্যাগ যাত্রা শুরু করেছি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এই যাত্রার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের এক দফা দাবি আদায় করব। এই ভয়াবহ দানবীয় অবৈধ দখলদার সরকারকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করব।

জেলা বিএনপির সহ সভাপতি ফয়ছল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

শহরের রাজপথে উত্তাপ ছড়ানো দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচী ঘিরে কঠোর অবস্থানে ছিলো পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(একে/এএস/জুলাই ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test