E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বগুড়ার মুক্ত বাল্য বিয়ের বর-কণে!

২০১৪ অক্টোবর ২৯ ২১:০৬:৩৩
বগুড়ার মুক্ত বাল্য বিয়ের বর-কণে!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে প্রেমের টানে বাল্য বিয়ের চেষ্টাকালে বিয়ে অনুষ্ঠান থেকে আটক হবু বর ও কনে মুচলেকা দিয়ে আজ থানা থেকে মুক্তি পেয়েছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আনারপুর গ্রামের আজিজুল হকের মেয়ে লাকি আকতার (১৪) আনারপুর স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। একই গ্রামের কোরবান আলীর ছেলে স্বপন আকন্দের (২০) সাথে স্কুলছাত্রীর দুই বছর আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল।

সেই সম্পর্কের সূত্র ধরে স্বপন আকন্দ মঙ্গলবার রাতে প্রেমিকাকে কৌশলে নিজ বাড়িতে এনে বিয়ের আয়োজন করে। কিন্ত এ বিয়েতে স্কুলছাত্রীর পরিবারের লোকজনের অনুমতি ছিল না। তারপরও বিয়ে নিবন্ধন করার জন্য আইয়ুব আলী নামে স্থানীয় এক কাজী ডাকা হয়। তখন স্কুলছাত্রীর বাবা এ বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে বিয়ে অনুষ্ঠান থেকে বর ও কণেকে আটক করে। এদিকে বিয়ে বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী আইয়ুব আলী কৌশলে সটকে পড়েন। থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহামান পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রেমের সম্পর্ক থেকে অপ্রাপ্ত বয়সে স্বপন ও লাকি বিয়ের চেষ্টা করে। তখন তাদের থানা হেফাজতে আনা হয়। এরপর বুধবার সকালে উভয় পক্ষের অভিভাবককের নিকট তাদের হস্তান্তর করা হয়েছে। তবে হবু বর-কণে ও তার অভিভাবকগন বাল্য বিয়ে না করার জন্য মুচলেকা লিখে দিয়েছেন।


(এএসবি/পি/অক্টোবর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test