E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে আওয়ামীলীগ নেতার বাড়ি পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়ার চেষ্টা!

২০২৩ জুলাই ১৯ ১৫:০৭:০৭
নবীনগরে আওয়ামীলীগ নেতার বাড়ি পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়ার চেষ্টা!

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিম পাড়ায় আলমনগর সড়কে অবস্থিত আওয়ামীলীগের এক নেতার বাড়িতে আজ বুধবার (১৯ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে তিনতলার ভবনটি পুড়িয়ে দেয়ার চেষ্টা চালায়। তবে ভবনের ভাড়াটিয়া ও আশ পাশের লোকজন দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এ ভয়ানক ঘটনার পর পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ওই ভবনের মালিকের নাম কাউছার আলম শিবু। তিনি নবীনগর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর নবীগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস ও ও মাহাবুব আলম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সড়কে থাকা সিসি টিভির কল্যাণে পাওয়া আগুনের ভয়াবহতার ভিডিও ফুটেজ রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সিসি টিভির ওই ফুটেজে দেখা যায়, তিনতলা বিশিষ্ট ওই ভবনটির গেইটের সামনে পেট্রোল হাতে এক যুবক প্যান্ট শার্ট পড়া অবস্থায় এসে প্রথমে দাঁড়ায়। এরপর ওই দুর্বৃত্ত এদিক সেদিক তাকিয়ে গেইটের ভিতরে ঢুকে। এর ১৫/২০ সেকেন্ডের মধ্যেই গেইটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

এসময় আগুন লাগিয়ে সড়কে পুনরায় চলে আসা ওই দুর্বৃত্তকে তার জুতায় ধরে যাওয়া আগুন নেভাতে দেখা যায়। এক পর্যায়ে দুর্বৃত্তকে মোবাইল দিয়ে আগুনের ছবি তুলে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।
ভবনের মালিক আওয়ামীলীগ নেতা কাউছার আলম শিবু ঘটনার বর্ণনা দিয়ে জানান,'আমার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় আমি পরিবার পরিজন নিয়ে বসবাস করি। নীচতলা ও তৃতীয় তলায় ভাড়াটিয়া থাকেন। রাত ঠিক ১টার দিকে 'আগুন আগুন' চিৎকারে আমাদের ঘুম ভেঙ্গে যায়। পরে দেখি, গেইটে লাগানো আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে দুতলার দিকে উঠছে। এদিকে নীচতলার ভাড়াটিয়ার আর্তচিৎকারে দ্রুত আশপাশের লোকজন এসে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ার আগেই ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। আগুনে ভবনের গেইটসহ নীচতলায় থাকায় ৬টি বৈদ্যুতিক মিটারের দুটি পুড়ে যায়।

ঘটনার পরপরই এস আই আবদুল মান্নানের নেতৃত্বে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাউছার আলম শিবু জানান,'গত কয়েকমাস ধরে এলাকারই একজন সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় প্রতিবাদ করায়, সেই সন্ত্রাসীর নির্দেশেই আমাকে হত্যাসহ আমার বাড়িটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। আগুন দেয়ার পর ওই দুর্বৃত্তের ছবি তোলার মধ্যেই সেটি পরিস্কার বুঝা গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দেখতে চাই।'
নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,'এটি খুবই দু:খজনক ও উদ্বেগজনক ঘটনা। আমি এর নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে পুলিশ কে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।'

এদিকে নবীনগর থানায় গতকাল মঙ্গলবার যোগ দেয়া নবাগত ওসি মাহাবুব আলমের সঙ্গে আজ বুধবার সকালে এ বিষয়ে কথা বললে, তিনি ঘটনাস্থল থেকে ঘুরে এসে বলেন,'ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছি। এ বিষয়ে অবশ্যই অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

(জিডিএ/এএস/জুলাই ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test