E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা 

২০২৩ জুলাই ১৯ ১৮:২৯:২৫
ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা 

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

আজ বুধবার সাড়ে ১১ টায় শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়কের রাসেল স্কয়ারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জনতা ব্যাংকের মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে মিলিত হয়।

শোভাযাত্রা শেষে ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ এর সঞ্চালনায় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের অভিমুখে। জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ায় অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশ এখন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। তাঁর উদ্যোগে অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে রোলমডেল।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপির ক্ষমতা থাকা মানে নির্যাতন, লুট করা। আওয়ামী লীগ সরকার উন্নয়ন উপহার দেয়। দুর্ভাগ্যের বিষয় বিএনপি মিথ্যা বলে বলে স্বাধীনতার সুফল ব্যর্থ করতে চায়। তারা তা করতে পারবেন না।

এসময় ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে. এম সেলিম, সহ-সভাপতি মাইনদ্দিন আহমেদ মানু, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক কে. এম খায়রুদ্দিন মিরাজ, জেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছিরসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জুলাই ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test