E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার

২০২৩ জুলাই ২১ ১৫:৩৮:৩৭
ফরিদপুরে অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : খাবার কিংবা টিউবওয়েলের পানির সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় এক নারী সহ ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের নিকট হতে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম এবং অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবারর‍্যাব-৮ বরিশাল ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন, মো. শহিদুল মোল্যা (৩১), মো. হাদি ইকবাল (৩৪), মো. বেলায়েত হোসেন (৩৫), নিশাদ মোল্লা (৪০), রিপন ফকির (৩৩) ও সেলিনা আক্তার (২৫)।

তাদের নিকট হতে একটি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ, ৬৩ হাজার ৮শ’ টাকা, ১১টি মোবাইল ছাড়াও স্বর্ণালংকার, গ্রাউন্ডিং মেশিন ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম (চাকু, হাতুড়ি, রেঞ্জ ও রামদা) উদ্ধার করা হয়।

র‍্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান প্রেস ব্রিফিংয়ে বলেন, ফরিদপুরের কানাইপুর তেঁতুলতলায় জনৈক মোশাররফ হোসেনের বাড়ির সকলকে চেতনানাশক ওষুধের মাধ্যমে অচেতন করে মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

তিনি বলেন, সংঘবদ্ধ এই ডাকাতেরা বেশ কিছুদিন ধরে এভাবে একাধিক ডাকাতি সংঘটিত করে। এ প্রেক্ষিতে তাদের আটকের জন্য বিশেষ কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়।

তিনি জানান, ডাকাতির আগে এরা ঘটনাস্থল রেকি (পর্যবেক্ষণ) করে আসে। এরপর সুবিধামতো কারো বাড়ির টিউবওয়েলের পানিতে বা খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল লুট করে পালিয়ে যায়।

এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুনসহ ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা রয়েছে। এরমধ্যে নিশাদ মোল্লার বিরুদ্ধে ৮টি, রিপন ফকিরের বিরুদ্ধে ৩টি, শহিদুল মোল্লার বিরুদ্ধে বিরুদ্ধে ২টি, হাদি ইকবালের বিরুদ্ধে ৩টি ও বেলায়েতের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জুলাই ২১, ২০২৩)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test