E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করা নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৪

২০২৩ জুলাই ২১ ১৬:৩৪:৪৬
মাদারীপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করা নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৪

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে ৮ম শ্রেণির স্কুলছাত্রীকে উত্যক্ত করা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ছিলারচরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৩০), আমজাদ শিকদারের ছেলে মহিবুল শিকদার (৩৫) ও মিজান শিকদার (১২), হেলউদ্দিন শিকদারের ছেলে আজাহার শিকদার (৪০), ইসমাইল মাতুব্বরের স্ত্রী রানু বেগম (৫০), সোনামুদ্দিন শিকদারের ছেলে সাহাবুদ্দিন শিকদার (৪০) এবং কালিকাপুরের আব্দুর রহমানের ছেলে সালাউদ্দিন (৩২)। বাকিদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার নজরুল শিকদারের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নুসরাত জাহানকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করে প্রতিবেশি সাহাবুদ্দিন শিকদারের ছেলে শাকিল শিকদার। এ নিয়ে বেশ কয়েকবার সালিশবৈঠকে মীমাংসাও হয়। এরই জেরে সকালে শাকিল প্রথমে নজরুলের ঘরে ঢুকে পরিবারের উপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এতে আহত হয় নারীসহ অন্তত ২০ জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক।

নজরুল শিকদার বলেন, আমার মেয়েকে উত্যক্ত করে শাকিল। এর প্রতিবাদ করায় অতর্কিত হামলা চালানো হয়। এতে পরিবারের সবাই আহত হয়েছি। এই ঘটনার বিচার চাই।

সাহাবুদ্দিন শিকদার বলেন, হঠাৎ নজরুল তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজামান ফকির জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/জুলাই ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test