E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে উদ্ধার মুখ পোড়া হনুমান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে 

২০২৩ জুলাই ২১ ১৭:১৭:১৭
কিশোরগঞ্জে উদ্ধার মুখ পোড়া হনুমান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে 

ষ্টাফ রিপোর্টার, গাজীপুর : কিশোরগঞ্জের নিকলী ও ইটনা উপজেলায় দুই দিন অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে মুখ পোড়া পুরুষ হনুমান আটক করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। পরে বিকেলে হনুমানটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করার জন্য পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, দলছুট হনুমানটি করিমগঞ্জ ও ইটনা উপজেলায় অবাধে বিচরণ ও উৎপাত করছিল। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বনবিভাগে খবর দিলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি গুরুত্ব দিয়ে হনুমানটি দ্রুত উদ্ধার করার নির্দেশ দেন।

পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা চার সদস্যের একটি উদ্ধারকারী দল নিয়ে দুই দিন অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে ইটনা উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে হনুমানটি সুস্থ সবল অবস্থায় আটক করতে সক্ষম হন। হনুমানটি শুক্রবার বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্তির জন্য পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, সাফারি পার্কে আরো ছয়টি মুখ পোড়া হনুমান রয়েছে। কিশোরগঞ্জ থেকে উদ্ধার হওয়া এই হনুমানটি পার্কে আলাদা করে কোয়ারেন্টিনে রাখা হবে। পরে এটিকে হনুমান বেষ্টনীতে ছাড়া হবে।

(এস/এসপি/জুলাই ২১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test