E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘তাজউদ্দীন আহমদের প্রতিটি কর্মকান্ড ইাতহাস বইয়ের পাতায়’

২০২৩ জুলাই ২২ ১৭:৩৩:৪৯
‘তাজউদ্দীন আহমদের প্রতিটি কর্মকান্ড ইাতহাস বইয়ের পাতায়’

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী সোহেল তাজ বলেন, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ সম্পর্কে যতটুকু জেনেছি, তার বাইরে আমার জানার অনেক আগ্রহ, আমি গিয়েছি বইয়ের পাতায়, ওনার প্রতিটি কর্মকান্ড, ইাতহাস বইয়ের পাতায় রয়েছে। এই দরদরিয়া গ্রামে ওনার জন্ম হয়েছিলো। তার প্রত্যকটি পদক্ষেপ বাংলাদেশকে নিয়ে চিন্তা। এগুলো আমরা জানতে পেড়েছি বইয়ের পাতা থেকে। ওনি একজন ভিন্ন মানুষ ছিলেন। 

সোহেল তাজ আজ শনিবার তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশান আয়োজিত কাপাসিয়া উপজেলার লতাপাতা বাজারে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কন্যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান পাভেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুছ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, তরগাও আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান সিকদার প্রমুখ।

তিনি আরো বলেন, আমারা জানতে পেড়েছি, ওনার কোনো ধনদৌলত, টাকা পয়সার প্রতি আকর্ষন ছিলো না, ওনার আকর্ষণ ছিলো শুধু দেশের মানুষকে স্বাধীন করার। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার। সেই লক্ষ নিয়ে তিনি কাজ করেছেন। সততা এবং আত্ববিশ্বাস থাকলে, তাজউদ্দীন আহমদ মতো সেই দিন নয় মাস মুক্তিযুদ্ধ করে, স্বাধীনতা এবং বাংলাদেশের পতাকা তিনি ছিনিয়ে এনেছিলেন। আজকে আমরা আমাদের জাতিসংঘে যাচ্ছি, আমাদের পতাকা উঁচিয়ে ধরছি, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের অর্জন।

সভাপতির বত্তব্যে সিমিন হোসেন রিমি এমপি বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশকে পরিচয় করতে গেলে যেই নামটা আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পরে, যেই নামটা উচ্চারিত হয় সেই নামটা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ। রাজনৈতিক মানুষ, ভালো মানুষ, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী মানুষ সবকিছুর মাঝে তাজউদ্দীন আহমদের নামটি উচ্চারিত হয়।

রিমি বলেন, তাই আমি আজকে সবাইকে বলবো, তোমরা অবশ্যাই বই পড়বে। যেই বইটা পছন্দ সেটাই পড়বে। কারণ বইয়ের পাতার মধ্যে অজানা অনেক কিছু জানতে পারি এবং মানুষের জীবন থেকে অন্য মানুষের জীবন থেকে অনেক কিছু শিখতে পারি। সেটা আমাদের সমৃদ্ধ করবে। ভবিষ্যতে বাংলাদেশের একজন সুনাগিরক হিসেবে নিজেকে তৈরি করতে সহায়তা করবে । অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

(ওএস/এসপি/জুলাই ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test