E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভূমি অফিস মন্ত্রীর জায়গায়, জাতীয় পতাকা কোনো ব্যাপার নয়’ 

২০২৩ জুলাই ২৩ ১৮:০৫:০০
‘ভূমি অফিস মন্ত্রীর জায়গায়, জাতীয় পতাকা কোনো ব্যাপার নয়’ 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ১৯ জুলাই দুপুর ২টায় তারাকান্দা উপজেলা বিসকা ইউনিয়ন ভূমি অফিস চলাকালীন জাতীয় পতাকা টাঙানো ছিল না। এ ব্যাপারে ভূমি সহকারী জয়নাল আবেদীনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘এই ভূমি অফিস মন্ত্রী মহোদয়ের জায়গায়, জাতীয় পতাকা কোনো ব্যাপার নয়।’

সেখানে গিয়ে ভূমি সহকারীর চারিদিকে চেয়ারে কিছুু ভূমির দালাল দেখতে পাওয়া যায়। প্রশ্ন করলে দালালদের মধ্যে একজন উত্তেজিত হয় বলেন, পতাকা টাঙানো দেখা সাংবাদিকদের কাজ না, এরই মধ্যে একজন কর্মচারী কিছু টাকা এনে উপস্থিত সাংবাদিককে দিতে চায়। সাংবাদিক টাকাটা না নিয়ে আবার তাকে পতাকা টাঙানোর কথা স্মরণ করিয়ে দিয়ে স্থান ত্যাগ করেন।

একই দিনে ফেরৎ আসার সময় বিকাল সাড়ে ৩টায় দেখা যায় ঐ ভূমি অফিসের কর্মচারী/দালাল বাহিরে মাটিতে বসে কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। তখনও পতাকা টাঙানো নাই। তাহলে কি সরকারী অফিসে জাতীয় পতাকার অবমাননার শামিল নয়।

এ ব্যাপারে ত্রিশালের ইউএনও ও ময়মনসিংহ জেলা প্রশাসককে অনলাইনে অবগত করা হয়।

(এনকেআর/এসপি/জুলাই ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test