E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাবতলী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

২০১৪ অক্টোবর ৩০ ১২:২৯:৩৪
গাবতলী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টার দুই দফা হরতালের প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

শুক্রবারের আগে কোনো বাস ছেড়ে যাওয়ার সম্ভাবনাও নেই বলে বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গাবতলীর কয়েকটি বাস কাউন্টারের দায়িত্বরতদের সঙ্গে সরাসরি কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, গাবতলী বাস টার্মিনালে কয়েকটি কাউন্টার বন্ধ থাকলেও অনেক কাউন্টারই যাত্রী শূন্য অবস্থায় খোলা রয়েছে। গাবতলীর মাজার রোড ও কল্যাণপুরের কাউন্টারগুলো থেকেও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি বলে জানা গেছে।

গাবতলী থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জগামী দেশ ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার আতাউর রহমান বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে গাবতলী থেকে দূরপ্লাল্লার কোনো বাস ছাড়েনি।

দক্ষিণবঙ্গের বরিশালগামী সুরভী পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে পরিস্থিতি অনূকূলে থাকলে আজ (বৃহস্পতিবার) রাতে আমাদের বাস ছেড়ে যেতে পারে। তা না হলে আগামীকাল (শুক্রবার) সকালের দিকে বাস ছেড়ে যাবে।

এদিকে, হরতালের মধ্যেও গাবতলী থেকে সিটি পরিবহনের বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে সেসব বাসেও যাত্রী সংখ্যা অন্য স্বাভাবিক দিনের চেয়ে বেশ কম।

(ওএস/এইচআর/অক্টোবর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test