E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

২০২৩ জুলাই ২৫ ১৭:৫৫:৫৩
মাদারীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার মৃত সোমেদ দর্জির ছেলে আবুল দর্জি (৬২) ও তার স্ত্রী রানু বেগম (৪৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল দর্জি কৃষি কাজের আড়ালে মাদক ব্যবসা করছিলেন। এমন গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জুলাই) রাতে মাদারীপুর সদর থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি দল আবুল দর্জির বাড়িতে অভিযান চালান। এ সময় আবুল দর্জি ও তার স্ত্রী রানুকে আটক করা হয়। পরে আবুলের লুঙ্গির ভাঁজে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে ৬০০ পিচ ইয়াবা ও তার স্ত্রী রানু বেগমের ব্লাউজের ভিতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে আরও ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক দম্পতির ছেলে সুজন দর্জি কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর মডেল থানার উপপরির্দশক (এসআই) মো. হিমেল রানা বাদী হয়ে আটক দম্পতি ও তাদের ছেলে সুজন দর্জিকে (৩০) আসামি করে মাদক দ্রব্য আইনে মামলা করেন। এ মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই দম্পতি ও তার ছেলে গৃহস্থালী কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ওই দম্পতি ও তার ছেলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। উদ্ধার হওয়া আলামতসহ ওই দম্পতিকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(এএসএ/এসপি/জুলাই ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test