E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াত বিদেশিদের দিয়ে সরকারকে চাপে রাখার চেষ্টা করছে’

২০২৩ জুলাই ২৬ ১৭:৪৬:৫০
‘বিএনপি-জামায়াত বিদেশিদের দিয়ে সরকারকে চাপে রাখার চেষ্টা করছে’

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ০৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগ ও সংগঠনের সভাপতি এ কে এম বাশারুল আলম বাদশা মিয়ার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় মল্লিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মোলন-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি কেএম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জাহিদ বেপারী, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার,জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী প্রমূখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সারা দেশের ন্যায় ফরিদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেঘাপ্রকল্প বাস্তবায়ন হয়েছে। বিএনপি-জামায়াত চক্র বিদেশিদের দিয়ে সরকারকে চাপে রাখার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন চাপকে ভয় পায় না। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কোন বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আলোচনা সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হবে বলে জানা যায়।

(ডিসি/এসপি/জুলাই ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test