E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাত্র ৫ হাজার টাকার জন্য

নবীনগরে এক ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

২০২৩ জুলাই ২৬ ২০:০৩:৪৮
নবীনগরে এক ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর বাজারে ৫ হাজার টাকা আদায়ের জন্য এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় অবশেষে বাবুল মিয়া (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া বাবুল মিয়া কৃষ্ণনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক।

বুধবার তাকে (বাবুল) আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নবীনগর থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর বাজারের আলী ভান্ডারী দোকানের মালিক আলী নেওয়াজের দোকান থেকে প্রতারণার মাধ্যমে উপজেলার বগডহর গ্রামের আলমগীর হোসেন (৪৫) নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। সেসময় বাজারের লোকজন তাকে আটক করে। পরে বাজার কমিটির সেক্রেটারীর সহায়তায় তার কাছ থেকে ১৫ হাজার টাকা আদায় করতে পারলেও, বাকী ৫ হাজার টাকা ফেরত দিতে প্রতারক লোকটি অপারগতা প্রকাশ করেন।

সেসময় বাজার কমিটির সেক্রেটারী বাবুল মিয়ার নির্দেশে লোকটিকে উত্তেজিত জনতা বাজারের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বুকে ও কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখে।

খবর পেয়ে দোকান মালিক আলী নেওয়াজের ছেলে কবির হোসেন ঘটনাস্থলে এসে খুঁটিতে বাঁধা অবস্থায় ১২ মিনিট ধরে ফেসবুক লাইভে আটককৃত লোকটির সাক্ষাৎকার প্রচার করলে, ঘটনাটি দেশে বিদেশে দ্রুত ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ওসি মাহাবুব আলম আজ সন্ধ্যায় বলেন,'ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে কৃষ্ণনগর বাজার কমিটির সেক্রেটারী বাবুল মিয়াকে মধ্যরাতেই পুলিশ গ্রেপ্তার করে। পরে আজ বুধবার তাকে আদালতে পাঠানোর পর, বিজ্ঞ আদালত ধৃত ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'

(জিডিএ/এএস/জুলাই ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test