E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৩ জুলাই ২৭ ১৩:২৯:৪০
জামালপুরে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে স্থানীয় পর্যায়ে আইনগত সহায়তা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন' ব্যানারে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে ওই সভায়।

বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সাংবাদিকসহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা অংশ নেন।

লিগ্যাল এইড কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. এহ্সানুল হক।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর সদর থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, বাঁশচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, শরিফপুর ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম তালুকদার, লক্ষিরচর ইউপি সদস্য লিলি আক্তার, আসক জেলা কমিটির সভাপতি জাকির হোসেন খান, সহসভাপতি আইনজীবী বিপ্লব দে, সহকারী পরিচালক কাউছার আহম্মেদ প্রমুখ।

প্রধান অতিথি জেলা ও দায়রা জজ তাঁর বক্তব্যে বলেন, আমরা জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বেতন ভোগ করি। অথচ অসহায়, নির্যাতিত, বিচারপ্রার্থী দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে অনিহা দেখাই। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি থাকলেও নিয়মিত মিটিং হয় না। দরিদ্র মানুষের আইনগত সেবা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি কমিটির মিটিং নিয়মিত করে প্রতি তিনমাস পর পর জেলা লিগ্যাল এইড কমিটির কাছে প্রতিবেদন জমা দেয়ার আহ্বান জানান। সরকারি অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করাও সংশ্লিষ্টদের দায়িত্ব। জেলা ও দায়রা জজ মহোদয় প্রতিমাসে উপজেলা পর্যায়ে একবার হলেও উপজেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় করার অঙ্গীকার করেন।

(আরআর/এএস/জুলাই ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test