E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে কলেজছাত্র প্রান্ত হত্যার ২ দিন পর মামলা

২০২৩ জুলাই ২৭ ১৯:১৯:৫০
ফরিদপুরে কলেজছাত্র প্রান্ত হত্যার ২ দিন পর মামলা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে কলেজছাত্র প্রান্ত মিত্র হত্যার দুই দিন পর থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় এ মামলা করেন বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল। 

ফরিদপুরের রাজেন্দ্র কলেজের বোটানী ডিপার্টমেন্টের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র সোমবার রাতে বন্ধুর বোনকে রক্ত দিতে বের হয়ে ছুরিকাঘাতে নিহত হন।

ঘটনার তিনদিন অতিবাহিত হতে চললেও এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হাসান সাংবাদিকদের বলেন, “হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে জোর চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে। ”

ওসি আব্দুল জলিল বলেন, “মামলার তদন্তে পুলিশ ও ডিবির একাধিক টিম কাজ করছে। আশা করছি শীঘ্রই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সাংবাদিকদের বলেন, “পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের ব্যাপারে নিরলসভাবে কাজ করছে।

“শহরের সংশ্লিষ্ট এলাকার সকল সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করা হচ্ছে। সেই সাথে তথ্যপ্রযুক্তিও ব্যবহার করে জড়িতদের সনাক্তের জোর চেষ্টা চলছে।”

প্রান্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লীনের সক্রিয় সদস্য ছিলেন। তিনি নিয়মিত রক্তদান করতেন ও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। এ ছাড়া তিনি ফরিদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।

প্রান্ত হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সভাপতিদয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাস গুপ্ত।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জেএল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার প্রান্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পৃথক বিবৃতি দিয়েছেন। একই দাবিতে মানববন্ধন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় জেলা পূজা উদযাপন পরিষদ।

এ ছাড়াও ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক বিবৃতি দিয়ে এ হত্যাকাণ্ডের জন্য গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়েছে।

(ডিসি/এসপি/জুলাই ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test