E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০, গ্রেপ্তার ১১, থানায় মামলা

২০২৩ জুলাই ২৭ ১৯:৪০:৫০
নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০, গ্রেপ্তার ১১, থানায় মামলা

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জের দরে একই গোষ্ঠীর দুই পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।  আহতদের মধ্যে পাঁচজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত (৩-২০ মিনিট) উভয় পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৬ জুলাই) রাতে নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসব তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাদেকপুর গ্রামের ডেংগাবাড়ির গোলাপ মিয়া ও হাজিবাড়ির নাছির মিয়ার মধ্যে বিগত ইউপি নির্বাচনে মেম্বার পদ নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব ও বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে বুধবার সন্ধ্যার পর দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।


আহতের মধ্য থেকে এক গ্রুপের নেতা গোলাপ মিয়া (৬৫) ও প্রতিপক্ষ পাশা মিয়া (৪০) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আর রক্তাক্ত অবস্থায় উভয় পক্ষের আতাউর রহমান, ইসমাইল মিয়া, রবিউল্লাহ, ওবায়দুল হক ও আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস মাহমুদ বলেন, ‘রাতে হাসপাতালে মোট ১৬ জন আহত অবস্থায় আনা হয়েছিল। এর মধ্যে দুজনকে ঢাকায় রেফার্ড করা হয়। আর পাঁচজনকে এখানে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘বিগত দিনে মেম্বার নির্বাচন নিয়ে বিরোধের জেরে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে ঘুরে এসে বলেন, ‘পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা নেয়া হয়েছে। পুলিশ এ পর্যন্ত উভয় পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করেছে।’

(জিডিএ/এএস/জুলাই ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test