E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যশোর বিমানবন্দর আন্তর্জাতিক করার উদ্যোগ প্রক্রিয়াধীন’

২০২৩ জুলাই ৩১ ১৭:১৯:৫৪
‘যশোর বিমানবন্দর আন্তর্জাতিক করার উদ্যোগ প্রক্রিয়াধীন’

যশোর প্রতিনিধি : যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এরই মধ্যে সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে যশোরে রানওয়ের শক্তি বাড়ানোর জন্য প্রকল্প নেওয়া হয়েছে। যাতে সুপরিসরে বিমান বিমানবন্দরের রানওয়েতে ওঠানামা করতে পারে। এগুলোই আন্তর্জাতিক মানে উন্নয়নের পূর্বশর্ত।

সোমবার (৩১ জুলাই) দুপুরে যশোর বিমানবন্দরে নবনির্মিত আধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন বিমান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু যশোর নয়, দেশের সব বিমানবন্দর আন্তর্জাতিকীকরণে কাজ করছে সরকার। সেই ধারাবাহিকতায় যশোর বিমানবন্দরে ৩২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এ অঞ্চলের জনগণ বিমানবন্দর ব্যবহার করে বিমানযাত্রায় আরও উন্নত ও আধুনিক সেবা পাবেন। এটি এ অঞ্চলের পর্যটকসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারে ভূমিকা রাখবে।

দেশের প্রাচীনতম যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতীকরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘যশোর ঐতিহ্যবাহী জেলা। এখানে অনেক কিছু আমাদের করা দরকার। অনেক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। যশোরের পর্যটনশিল্প হাতছানি দিচ্ছে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, গদখালি ফুলের রাজ্য ও ঐতিহ্যবাহী কৃষিপণ্যের জেলা এটি। এখান থেকে ফুল-ফল কার্গো বিমানের মাধ্যমে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিএএবি প্রধান প্রকৌশলী আব্দুল মালেক।

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test