E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লায়ন মশিউর আহমেদ তৃতীয় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য নির্বাচিত

২০২৩ আগস্ট ০১ ১৪:৪৩:৫৭
লায়ন মশিউর আহমেদ তৃতীয় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য নির্বাচিত

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ২০২৩-২০২৫ মেয়াদে  বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের কৃতি সন্তান লায়ন মশিউর আহমেদ’কে সদস্য নির্বাচিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ৩১ জুলাই সোমবার শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অনুমোদন দেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ’কে চেয়ারম্যান করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সিদ্দিকুর রহমান’কে সদস্য সচিব করে এই উপ-কমিটি গঠিত হয়।

কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্র নেতা লায়ন মশিউর আহমেদ এর আগে কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি (২০১৬-২০১৯) মেয়াদী বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি এবং (২০১৯-২০২২) মেয়াদে শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। লায়ন মশিউর আহমেদ এর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। তাঁর পিতার নাম মরহুম হামিদ উদ্দিন আহমেদ (হামিদ মাস্টার)।

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠামÐলীর অন্যতম সদস্য ও শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে লায়ন মশিউর আহমেদ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব নিজের সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে যথাযথ ভাবে পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

(এসএস/এএস/আগস্ট ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test