E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে ১৯ জামায়াত নেতা গ্রেফতার

২০২৩ আগস্ট ০১ ১৯:১৭:১৬
ময়মনসিংহে ১৯ জামায়াত নেতা গ্রেফতার

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ ১৯ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশ। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৮ জুলাই সন্ধ্যায় নগরীর নতুন বাজার মোড়ে কৃষি ব্যাংকের সামনে সরকারী পাকা রাস্তার উপর, একদল উৎক্ঙ্খল জনতা বে-আইনী জনতা দাঙ্গা সৃষ্টির লক্ষে সরকার বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং যানবাহন ভাংচুর করে নাশকতা মূলক কর্মকান্ড ও অন্তঘার্তিমুলক কাজ করছিল। এসময় পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে, উশৃংঙ্খল জনতা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২৯ জুলাই কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১০০, তারিখ-২৯/০৭/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৪২৭ পেনাল কোড)।এরই প্রেক্ষিতে সোমবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকায় ১৯ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলো, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মোঃ মুজাহিদ, অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ আজহারুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক হাবিবুল হক শরীফ, সদস্য মোঃ মামুনুর রশিদ, কোতোয়ালী থানা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ মফিজুল ইসলাম, সদস্য মাঃ আবু নাছের সিদ্দিকী, মোঃ আনোয়ার হোসেন, গৌরীপুর থানা জামায়াতে ইসলামীর সদস্য আসাদুল্লাহ হাফেজ মোঃ কাজিম উদ্দিন, ফুলপুর থানা জামায়াতে ইসলামীর সদস্য মোঃ আব্দুল কাদের, ঈশ্বরগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সদস্য মোঃ ফজলুল হক ওরফে মাহবুব, ঈশ্বরগঞ্জে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক খান, তারাকান্দা থানা জামায়াতে ইসলামীর সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সদস্য মাওলানা মতিউর রহমান, ফুলবাড়িয়া থানা জামায়াতে ইসলামীর সদস্য মোঃ আঃ মতিন, ইয়াকুব আলী হুজুর, জামায়েত ইসলামী পাগলা থানার রুকন সদস্য মাহমুদুল হাসান, ভালুকা থানা জামায়াতের সদস্য মাওলানা মোবারক হোসাইন ও ধোবাউড়া থানা জামায়াতে ইসলামীর সদস্য মোঃ সাইফুল ইসলাম।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওয়াজেদ আলী জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের নাম ঠিকানা সহ ব্যাপক তথ্য সংগ্রহের লক্ষে গ্রেফতারকৃত অধিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

(এনআরকে/এসপি/আগস্ট ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test