E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে বিএনপি নেতা কামাল উদ্দিনের ১৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

২০২৩ আগস্ট ০১ ১৯:২৩:৫৬
সুবর্ণচরে বিএনপি নেতা কামাল উদ্দিনের ১৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামাল উদ্দিনের ১৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া কবর জিয়ারতের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

১আগস্ট (মঙ্গলবার) বিকেল ৩ টায় চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্চপিয়া গ্রামের হাজী ইদ্রিস মিয়া জামে মসজিদে মিলাদ দোয়ার আয়োজন করে সুবর্ণচর উপজেলা ছাত্রদল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক,
জুবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সারওয়ার্দ্দী, সুবর্ণচর উপজেলা ছাত্রদল আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান,
সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক নুরুল আলম শামীম, চরজব্বর ডিগ্রী কলেজ আহবায়ক আব্দুল্যাহ আল আরিফ, চরজুবলী ইউনিয়ন যুবদলের উত্তর শাখার সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াহিদ, সহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

মরহুম মোঃ কামাল উদ্দিন ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন, ২০০২ সালে জেলা বিএনপির প্রচার সম্পাদক দ্বায়িত্বে থাকা অবস্থায় ২০০৮ সালের ৩১ জুলাই বৃহস্পতিবার মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনসহ রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। তার অকাল মৃত্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান, প্রতিবছরের ন্যায় এবারও মরহুমের নিজ বাড়ীতে মিলাদ মাহফিলের আয়োজন করে পরিবারের সদস্যরা।

মিলাদ মাহফিল শেষে অতিথিরা মরহুমের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদেরকে সমবেনা জ্ঞাপন জানান।

মরহুম কামাল উদ্দিনের পুত্র আব্দুল্যাহ আল আরিফ চরজব্বর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

(আইইউএস/এএস/আগস্ট ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test