E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গফরগাঁও থানার ওসি ফারুক সত্যিকারের মানবিক সেবক

২০২৩ আগস্ট ০২ ১৬:০৭:২৩
গফরগাঁও থানার ওসি ফারুক সত্যিকারের মানবিক সেবক

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : পুলিশ জনগণের বন্ধু, এই প্রতিপাদ্য  নিয়েই বাংলাদেশ পুলিশ দুরন্ত দূর্বার গতিতে এগিয়ে চলেছে। ২০২১ সালের ৭ অক্টোবর ময়মনসিংহ গফরগাঁও থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ফারুক আহমেদ। এরই মাঝে অনেক চড়াই উৎরাই পেরিয়ে তিনি গফরগাঁও থানার প্রতিটি নাগরিকের সেবা দিয়ে যাচ্ছেন নিজের সততা ও নিষ্টার সাথে। পুলিশের ভূমিকা জনগণের স্বার্থে অগ্রগন্য যা অস্বীকার করার উপায় নেই। বলছি গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদের কথা।

তিনি গফরগাঁও থানায় যোগদানের পর থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামী সহ গফরগাঁও থানার, দুর্ধষ ডাকাতি ও হত্যা মামলার অনেক বড় বড় আসামীকে গ্রেপ্তার করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছেন। এ ছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত অনেক আসামীকে গ্রেপ্তার করে আইনের প্রতি নিজের দায়িত্ব পালনে নজির সৃষ্টি করেছেন।

এ বিষয়ে গফরগাঁও থানার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বারোবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান নেতা আবুল কাশেমের সহিত আলাপচারিতায় এক পর্যায়ে তিনি বলেন, আমি দীর্ঘ কয়েকযুগ আওয়ামী লীগের রাজনীতির সহিত জড়িত এবং এই গফরগাঁও এর আইনশৃঙ্খলার প্রত্যাক্ষদর্শী। এই গফরগাঁও থানায় ওসি ফারুকের মত নীতি ও আদর্শবান অফিসার আমি অদ্যাবদি দেখি নাই। আমি নিজেও আদর্শিক দিক দিয়ে হতভম্ব। তিনি নীতি ও আদর্শের দিক দিয়ে শতভাগ সঠিক।

তিনি নীতি ও আইনের প্রতি এতটাই শ্রোদ্ধাশীল যে আমাদের গফরগাঁও এর মাটি ও মানুষের নেতা গফরগাঁও এর এম পি মহোদয় উনার ব্যাপারে খুবই সন্তোষ্ট। স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলর কথা প্রসঙ্গে বললেন, ওসি ফারুক মানবিক দৃষ্টিভঙ্গিতে অসাধারণ প্রতিভাবান ওসুদৃষ্টি সম্পুর্ন মেধাবী ও চৌকস অফিসার এসময় কালে খুব কমই দেখা যায়।

গত ১২ জুলাই ডিগ্রি পরীক্ষা চলাকালিন দীপালি আক্তার নামক এক ছাত্রী ওসি ফারুক আহমেদ কে তার প্রাক্তন স্বামী রাস্তায় হেনস্তা করতে পারে বলে শংকা প্রকাশ করেন, তাৎক্ষনিক ওসি ফারুক নিজেই ফোর্স নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সেই ছাত্রীকে পুলিশের গাড়ীতে বাড়ী পৌছে দেওয়া থেকে সব রকম নিরাপত্তা নিশ্চিত করেন।

সুযোগ পেলেই তিনি জনসেবায় আত্মনিয়োগ করেন, ভালো কাজের শিকৃতি স্বরুপ তিনি পুলিশবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদক লাভ করেন। ফেব্রুয়ারী ২০২০ ইংতে তিনি আই জি পি পদ কে ভূষিত হন।

গফরগাঁও আলতাব হোসেন ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাশক আকসাদ আহমেদ আসাদ বলেন, যে পুলিশ জনগণের বন্ধু-'তা ওসি ফারুক আহমদ আবারও প্রমান করলেন। ওসি ফারুকের দরজায় যে কোনো সেবা প্রত্যাসী সেবা পাচ্ছেন নির্বিঘ্নে এটা যেমন সত্য পুলিশ আইন মেনে পেশাগত দায়িত্ব পালন তেমনি সততা, নৈতিকতা ও মানবিকতায় মুগ্ধ গফরগাওবাসী। গত ৩১-০৭-২০২৩ ইং ওসি ফারুকের দুরদর্শিতায় একই থানার ওসি তদন্ত শাহজাহান এর নেতৃত্বে ওয়ারেন্টভুক্ত আাসামী এনামূল হক চরকামড়িয়া গফরগাঁও নারী ও শিশুনির্যাতন মামলার আসামী মিতুল আহমেূদ কুরতমী গফরগাঁও এবং ০২ জন অপহরনকারী তুহিন মিয়া ও আকবর হোসেনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এ ছাড়াও গত জুন ২৩ ইং মাসে ডাকাতি মামলার আসামীকে গ্রেপ্তার করায় উনার বিরুদ্ধে বিভিন্ন ভাবে হয়রানীর চেষ্টা করা হয়, ২০০৭ ইং সালের ডাকাতি মামলার আসামী গ্রেপ্তারে তিনি সচেষ্ট হন। এত কিছুর পরেও ওসি ফারুক অবিচল তার নিজস্ব দূর্বার গতিতে এগিয়ে চলেছেন তার অভিষ্ট লক্ষে।
জয় হউক সততার, জয় হউক মানবতার।

(এনআরকে/এসপি/আগস্ট ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test