E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা 

২০২৩ আগস্ট ০২ ১৮:২৩:৫২
মৌলভীবাজারে গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা 

মৌলভীবাজার প্রতিনিধি : গত ২৯ জুলাই শনিবার বিকালে মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকার শাহমোস্তফা গাড়ীর গেরেজের সামনে শহরের কয়েকজন যুবক হটাৎ কিছু বুঝে উঠার আগেই সেখানে রাখা বেশ কয়েকটি প্রাইভেট কারে এলোপাতাড়ি ভাঙচুর চালায়। মুহুর্তেই সেখানকার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাঠ বন্ধ করে দেন। 

ঘটনার দু’দিন পর মঙ্গলবার ১ আগষ্ঠ মৌলভীবাজার মডেল থানায় নাজির আহমদ নামে এক ব্যক্তিকে আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন মৌলভীবাজার পৌর শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকার বাসিন্দা ও শাহ মোস্তফা গাড়ীর গেরেজের স্বত্তাধিকারী রুবেল আহমদ। মামলায় অন্য আসামীরা হলেন, মৌলভীবাজার শহরের টিভি হাসপাতাল সড়কের মুতি মিয়ার ছেলে ইমরান আহমদ (২৬), গোবিন্দশ্রী এলাকার একলাছুর রহমানের ছেলে তাজুল আহমদ (২৬), জাহেদ হোসাইন (২৮), সদর উপজেলার আগনসি গ্রামের আল আমিন (২৩), চুবড়া এলাকার দ্বিন ইসলাম, কালেঙ্গা গ্রামের ইসমাইল হোসেন ও চুবড়া এলাকার কসাই জুনেদ (২৬)।

প্রত্যক্ষদর্শী ও থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ২৯ আগষ্ঠ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার শহরতলীর শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর রহমান ফিলিং স্টেশনের দক্ষিণ দিকে অবস্থিত শাহ মোস্তফা গাড়ীর গেরেজে রাখা ৩টি প্রাইভেট কার ও একটি জীপ গাড়ী লক্ষ্য করে হটাৎ কিছু বুঝে উঠার আগেই একদল যুবক লোহার রড দিয়ে গাড়ীতে উঠে ব্যাপক ভাঙচুর চালায়। এতে গাড়ী গুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গেরেজে রাখা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার বাদী ও গেরেজ মালিক রুবেল আহমদ থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন।

মামলা সূত্রে আরো জানা যায়, রুবেল আহমদের গাড়ীর গেরেজের পাশের আরেক ব্যবসায়ী নাজির আহমদ এর সাথে কর্জ টাকা নিয়ে দ্বন্দ রয়েছে। ওই দ্বন্দের জেরে নাজির আহমদের সাথে কথাকাটি হয়। পরবর্তীতে নাজির আহমদ লোকজন নিয়ে সেখানে রাখা গাড়ীতে ভাঙচুর চালান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলাম জানান, গাড়ী ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(একে/এসপি/আগস্ট ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test