E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ভাবেন’

২০২৩ আগস্ট ০৩ ১৬:৫৭:৩১
‘প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ভাবেন’

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা ৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য,কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন, একজন মানুষ কতটা মানবিক হলে সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে ভাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাত্র নেতা যিনি প্রত্যন্ত এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে নিয়েও চিন্তা করেন, গ্রামের কোন শিশু যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিকে বিশেষ নজর রাখছেন।বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন,শিক্ষার্থীদের উপবৃত্তিও দিচ্ছেন সরকার। 

আজ বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার, উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন, ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামান, সহকারি শিক্ষা অফিসার আসাদুজ্জামান দোলন, ফিরোজ কবীর, বরিশাল ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, পলাশবাড়ী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুজ্জামান প্রান্ত, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ১০ শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার, ও ৩ শিক্ষার্থীর হেয়ারিং এইড (শ্রবণ যন্ত্র) বিতরণ করা হয়।

(আর/এসপি/আগস্ট ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test