E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বিভিন্ন দাবিতে যুবলীগের মানববন্ধন

২০২৩ আগস্ট ০৪ ১৭:০০:৫১
জামালপুরে বিভিন্ন দাবিতে যুবলীগের মানববন্ধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগ। দাবিগুলো হলো- ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ও মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ১১টায় জেলা যুবলীগের আয়োজনে পৌর শহরের দয়াময়ী মোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে নেতারা বলেন, পঁচাত্তরের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। বর্বরোচিত এ হত্যাকাণ্ড চরম মানবাধিকার লঙ্ঘন। এর জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা উচিত। এছাড়া ৭৫'র পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচার রায় কার্যকর করতে হবে।

বক্তারা আরও জানান, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এখন সময়ের দাবি। এছাড়া কানাডার ফেডারেল কোর্ট থেকে সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদ, পৌর আওয়ামী লীগের সদস্য পরিতোষ পন্ডিত, জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসাইন টুরু, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম মারুফুর রহমান সুমন, মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক আল আমিন, শাহবীর ইসলাম দোলন প্রমুখ।

(আরআর/এএস/আগস্ট ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test