E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে 'তারেক ও জোবাইদার বিরুদ্ধে রায়ে' বিক্ষোভ আইনজীবীদের

২০২৩ আগস্ট ০৬ ১৩:৪৪:১৬
জামালপুরে 'তারেক ও জোবাইদার বিরুদ্ধে রায়ে' বিক্ষোভ আইনজীবীদের

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে 'আদালতের ফরমায়েশী রায়' উল্লেখ করে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের নেতা আইনজীবী ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে আইনজীবীদের মধ্যে আরও বক্তব্য দেন গোলাম নবী, মনজুর কাদের বাবুল খান, দিদারুল ইসলাম প্রমুখ।

সমাবেশে এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ২০১৪ ও ২০১৮ সালে মানুষ ভোট দিতে পারে নাই। ১৫ বছরে এ অবৈধ সরকার দেশকে একটি কারাগারে পরিণত করেছে। আজ দেশের প্রশাসন সাধারণ মানুষের জন্য কাজ করে না, কাজ করে আওয়ামী লীগের জন্য। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে এ ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। এ রায় দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে পিছনে হটানো যাবেনা। আমরা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামীতে তারেক রহমানের নেতৃত্বেই আমরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবো এবং তত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবো।

পরবর্তীতে তিনি আগামী ৮ আগস্ট ১০টায় একই দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

(আরআর/এএস/আগস্ট ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test