E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে অধিগ্রনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

২০২৩ আগস্ট ০৯ ১৮:২৭:২৬
পলাশবাড়ীতে অধিগ্রনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল ১১টায় গাইবান্ধার পলাশবাড়ীতে সাসেক হাটিকুমরুল-রংপুর মহাসড়ক উন্নিতকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিণমারী, বৈরী হরিণমারী, জামালপুর মৌজার জমির বাস্তব মূল্য সরকারি মূল্য আকাশ পাতাল তফাৎ, যার নজির হিসেবে রাস্তা এপারে আর ওপারে নুনিয়াগাড়ী ও গৃধারীপুর মৌজা। একই দাগের একই জমির মূল্য দুই রকম হওয়ায় জমির মালিকগণ উপজেলা টাউন হলের সামনে এ মানববন্ধন করেন।

গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয় টাউন হলে পূর্ব থেকেই প্রধানমন্ত্রী সঙ্গে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও বাড়ী হস্তান্তর ভার্চুয়াল প্রোগ্রামে থাকায় দিশেহারা ভুক্তভোগী জমির মালিকগণ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী জমির মালিকগণ বলেন জমির মূল্য বাস্তবতার সঙ্গে মিল রেখে পূর্ণ তদন্ত সাপেক্ষে মূল্য পূনরায় নির্ধারণ করার জোর দাবি জানিয়েছে জমির মালিকগণ।

এসময় জেলা প্রশাসক মহোদয় ভূক্তভোগীদের কথা মনোযোগ দিয়ে শুনেন ও আগামী রবিবার স্মারক লিপি দেয়ার পরামর্শ দেন পাশাপাশি বিষয়টি তিনি আন্তরিক ভাবে দেখবেন বলে আশস্ত করেন উল্লেখ্য- নুনিয়াগাড়ী মৌজায় আবাসিক জমির মূল্য ২ লক্ষ ৪৯ হাজার ও বানিজ্যিক ২০ লক্ষ, হরিণমারী মৌজায় বানিজ্যিক ৩৩ হাজার ও আবাসিক ৪ লক্ষ ৮২ হাজার, জামালপুর বানিজ্যিক ১ লক্ষ ৩৪ হাজার ও আবাসিক ১ লক্ষ ৭৪ হাজার, বৈরী হরিণমাড়ী বানিজ্যিক ১২ লক্ষ ও আবাসিক ৩৪ হাজার, গৃধারীপুর মৌজায় বানিজ্যিক ২৬ লক্ষ ও আবাসিক ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

(আর/এসপি/আগস্ট ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test