E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় প্রেসক্লাব পরিদর্শন করলেন হুইপ ছেলুন

২০১৪ অক্টোবর ৩১ ১৬:১৭:১৪
চুয়াডাঙ্গায় প্রেসক্লাব পরিদর্শন করলেন হুইপ ছেলুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘চুয়াডাঙ্গা প্রেসক্লাবে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছিতের প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে ভবিষ্যতে এ জেলার সাংবাদিকরা যাতে নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

শুক্রবার বেলা পৌনে ১টার দিকে তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাব পরিদর্শন করেন।

আক্রান্ত সাংবাদিক পক্ষে হামলার ঘটনার বর্ণনা দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন ও হামলায় জখম সাংবাদিক ফাইজার চৌধুর।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর আওয়ামী যুবলীগের প্রতিপক্ষ দুটি গ্রুপের বিরোধের জের ধরে একপক্ষ শহরে সশস্ত্র মিছিল করার সময় বেলা দেড়টার দিকে একদল অস্ত্রধারী প্রেসক্লাবে ঢুকে ভাংচুর করে এবং চার সাংবাদিককে মেরে জখম করে।

(জেএ/এটিআর/অক্টোবর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test