E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধন কেন্দ্র পরিদর্শন করলেন এডিবি

২০২৩ আগস্ট ১০ ১৯:১৩:১৬
যশোরে দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধন কেন্দ্র পরিদর্শন করলেন এডিবি

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর শহরের গড়ে তোলা হয়েছে দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধন কেন্দ্র। পৌরসভা ঝুমঝুমপুরে এই কেন্দ্রটি চালু করে। পরবর্তীতে একটি বেসরকারি সংস্থা 'স্কেইট ওয়েস্ট' এটা পরিচালনার দায়িত্ব পায়।

আজ বৃহস্পতিবার সকালে যশোরে অবস্থিত দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধন কেন্দ্র পরিদর্শন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নির্বাহী পরিচালক সমীর কুমার খারে।

তিনি একদল প্রতিনিধিদল নিয়ে এটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ‘স্কেইট ওয়েস্টের’ উদ্ভাবনী পদ্ধতি ও উদ্যমের জন্য সাধুবাদ জানান।

এসময় তার সাথে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকল্প পরিচালক (সিআরডিপি-২) হামিদুল হক, এডিবির উচ্চপদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রতিনিধিগণ, যশোর পৌরসভার উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহরের বর্জ্য পরিশোধন করে এখানে সেই বর্জ্য পরিশোধন করে জৈব সার, বায়োগ্যাস, বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। শুরুর দিকে মুখ থুপড়ে পড়লেও বর্তমানে আশার মুখ দেখছেন এখানকার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গরা। একদিকে যেমন শহরের ময়লা অবর্জনা পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ করে সেটা সম্পদে পরিণত করা হচ্ছে অন্যদিকে মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়েছে।

(এসএ/এসপি/আগস্ট ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test