E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভৈরবে মিরারচর-আকবরনগর বাজারের নামকরণ নিয়ে ফের সংঘর্ষ, আহত শতাধিক

২০২৩ আগস্ট ১২ ১৭:৫৫:২১
ভৈরবে মিরারচর-আকবরনগর বাজারের নামকরণ নিয়ে ফের সংঘর্ষ, আহত শতাধিক

ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর বাসস্ট্যান্ড বাজারের নামকরণকে কেন্দ্র করে আবারো সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় মাইকে ঘোষণা দিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। মিরারচর গ্রামের লোকজন আকবরনগর বাড়ি ঘর ভাংচুর করলে আকবরনগর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টায় জেলা পুলিশ লাইন থেকে পুলিশের একটি বিশেষ টিম এসে গ্রামবাসীর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। 

উভয় পক্ষের আহতরা হলেন, আকবরনগর গ্রামের মোবারক হোসেন, হেলাল, হাসান আলী, আশারাফ উদ্দিন , বোরহান, মাছুম, দুলাল। মিরারচর গ্রামের আহতরা হলেন, আনোয়ার হোসেন, ফারুক মিয়া, মুর্শিদ, শাহ আলম, সেলিম, মানিক, রনি, মানিক মিয়া, সুমন, বাছির, সাগর, সফিকুল, ছিদ্দিক, রবিন প্রমুখ।

আহদের মধ্যে অনেকেই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ১০ জুলাই সোমবার সড়ক ও জনপথ বিভাগ ক্যান্টিলিভার সাইনবোর্ডে আকবর নগর বাজার লিখার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক অবরোধ করে সংঘর্ষে লিপ্ত হয়। ওইদিন বাসস্ট্যান্ডের দুই পাশে থাকা ২০টি দোকান লুটপাটসহ ৫০টি দোকান ভাঙচুর করা হয়। আহত হয়েছিল প্রায় অর্ধশতাধিক।

জানা যায়, গত একমাস আগে সংঘর্ষের রেশ ধরে প্রতিদিন কোন কোন ভাবেই দুই গ্রামের লোকজনের সাথে বাজার এলাকায় ছোট খাটো বাকবিত-া চলছিল। মিরারচর গ্রামের লোকজন আকবরনগর গ্রামের লোকদের ও আকবরনগর গ্রামের লোকজন মিচারচর গ্রামের লোকদের দোকান চালাতে না দেয়ায় সংঘর্ষ বাধে। একমাস আগে সড়ক ও জনপদ বিভাগ আকবর নগর বাজার লিখে সড়কের সাইডে সাইনবোর্ড লাগান। পরে পার্শ্ববর্তী মিরারচর গ্রামের লোকজন সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলে। এই নিয়ে গত ১০ জুলাই দুদল গ্রামবাসীর মধ্য সংঘর্ষ বাধে। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দসহ থানার ওসির মাধ্যমে ঘটনাটি মিংমাসা করা হয়। মিমাংসার এক মাস পর আবার একই ঘটনার জের ধরে দুই গ্রামবাসীর মধ্য সংঘর্ষে সূত্রপাত হয়। এসময় উভয় পক্ষ রামদা, টেটা, ফল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া করে। এক পর্যায়ে দুই গ্রামবাসী ব্যাপক সংঘর্ষে মেতে উঠে। ঘটনার সময় কিছু লোক দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দীর্ঘ ৫ ঘণ্টা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে।

কালিকাপ্রসাদ ইউপির চেয়ারম্যান মো. লিটন মিয়া বলেন, আকবরনগর ও মিরারচর গ্রামের নাম বাজারের সাইনবোর্ডে নাম লেখা নিয়ে দুইদল গ্রামবাসী এর আগেও বহুবার সংঘর্ষ করেছে। আজও তারা সরকারি সাইনবোর্ডের বাজারের নাম লেখাকে কেন্দ্র করে আবার সংঘর্ষে মেতে উঠে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সাইনবোর্ডে এলাকার নাম নিয়ে ঘটনাটি ঘটে। এ বিষয়ে মিমাংসার জন্য আমরা চেষ্টা করছি।

(এম/এসপি/আগস্ট ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test