E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নদী ভাঙন রোধে আগামীতেও শেখ হাসিনার সরকার দরকার’ 

২০২৩ আগস্ট ১২ ১৮:৩৩:৩৯
‘নদী ভাঙন রোধে আগামীতেও শেখ হাসিনার সরকার দরকার’ 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর- ৩ সদর আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি বলেছেন, চাঁদপুরে নদী ভাঙন রোধে এ পর্যন্ত যতটুকু কাজ হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। তাই আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি। কারণ হচ্ছে শেখ হাসিনার সরকার মানুষের জন্য যা প্রয়োজন তা দেন। এখন নদী ভাঙন যেটুকু আছে তা থেকে রক্ষার জন্য আগামীতেও শেখ হাসিনার সরকার  দরকার। আসছে নির্বাচনে নৌকাতেই ভোট দিতে হবে।

আজ শনিবার বেলা ১টা চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর এর আয়োজনে চাঁদপুর জেলার বিষ্ণুপুর ও ইব্রাহিমপুর ইউনিয়নে নদীভাঙ্গন এবং চাঁদপুর শহর রক্ষাবাঁধ প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, এই মুহূর্তে নদী ভাঙ্গন রোধে চারটি প্রকল্প এলাকাতে জরুরী ভিত্তিতে কাজ করা দরকার। সেটার জন্য যে বরাদ্দ লাগবে তা নিশ্চিত করার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। জরুরি ভিত্তিতে কাজ করার জন্য যেন বরাদ্দ দেওয়া হয়।চাঁদপুর শহর রক্ষাবাঁধের স্থায়ী প্রকল্পটি পাশ হবার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুততার সঙ্গে এটিও পাস হবে।

মন্ত্রী বলেন, মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে। এ সরকার দিতে পারেন বলেই মানুষ তার কাছে চায়।বিএনপির জামাত সরকারে থাকাকালীন মানুষ কিছুই পায়নি। তাদের সময় যারা এমপি ছিলেন তাদের বাড়ির রাস্তা ব্রিজও আমাদের সময় করে দিতে হয়েছে।সুতরাং চাঁদপুরে যেটুকু নদী ভাঙ্গন রয়েছে। স্থায়ী কাজসহ ভাঙ্গন রোধে আগামী নির্বাচনে নৌকাতেই ভোট দিবেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

শহর রক্ষা বাঁধসহ চাঁদপুরের নদী ভাঙ্গন বিষয়ক সচিত্র তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম।

এছাড়া নদী ভাঙ্গন এলাকার জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ শামীম খান, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ কাসেম গাজী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি ও সাইফুল ইসলাম ভূঁইয়া।

সদর ইউএনও সানজিদা শাহনাজ,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, পি পি এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান,
জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার লিলি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, মন্ত্রীর স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এডভোকেট সাইফুদ্দিন বাবু, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি, আবিদা সুলতানা, নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম চাঁদপুর দক্ষিণ অঞ্চল শাখার সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্টু গাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

(ইউ/এসপি/আগস্ট ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test