E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিন দিনেও সন্ধান মিলেনি ভালুকায় অপহৃত দুই শিক্ষকের

২০১৪ এপ্রিল ৩০ ১৬:৩৪:২১
তিন দিনেও সন্ধান মিলেনি ভালুকায় অপহৃত দুই শিক্ষকের

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে হ্যান্ডকাপ পরিয়ে তুলে নেয়া দুই শিক্ষক সবুজ ও স্বপনের সন্ধান তিন দিনেও সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা বহিনী। এ দিকে অপহৃত দুই শিক্ষককে না পেয়ে দুই পরিবারের মধ্যে চলছে চরম হতাশা আর উৎকণ্ঠা।
অপহৃত স্বপনের মা রীনা বেগম বাড়িতে আসা প্রতিবেশীদের জড়িয়ে ধরে শুধু চিৎকার করছেন আর বলছেন, আমার সোনার ধন স্বপন বাবাকে এনে দাও। আমার মানিক এখন কোথায় আছে, কিভাবে আছে।
স্ত্রী রুমা আক্তার সারাক্ষণ তিন বছরের একমাত্র কন্যাশিশু সারাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছেন। অবুঝ শিশু সারা মায়ের চোখ মুছে দিচ্ছে এবং মাঝে মধ্যে সেও কান্নাকাটি করছে।

স্বপনের বাবা জয়নাল আবেদীন জানান, তিনদিন পার হয়ে গেলেও আমার ছেলের কোনো সন্ধান দিতে পারেনি আইনপ্রয়োগকারী সংস্থা। তিনি অশ্রুসজল চোখে বারবার জিজ্ঞাস করছেন, আমার ছেলে জীবিত আছে তো? তাকে মেরে ফেলবে না তো?
অপর দিকে অপহৃত সবুজের পরিবারেও একই অবস্থা। তার বাবা আলহাজ শামছুদ্দিন মুন্সী জানান, ছেলের সন্ধানের বিষয়ে কত উড়া উড়া খবরই তো পাচ্ছি; কিন্তু আসল খবর তো পাচ্ছি না। তিনি আরো জানান, আমি ময়মনসিংহ পুলিশ সুপারের সাথে দেখা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন, শিগগিরই অপহৃত সবুজ ও স্বপনকে উদ্ধার করা সম্ভব হবে।
উল্লেখ্য, সোমবার ভোর রাতে উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ শামছুদ্দিন মুন্সীর বাড়িতে গিয়ে ৮-১০ জনের একটি অস্ত্রধারীদল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে তার ছেলে স্থানীয় গণজাগরণ টিউটোরিয়াল কোচিং সেন্টারের প্রধান শিক্ষক কামাল হোসেন সবুজ (৩৫) ও একই কায়দায় তার চাচাতো ভাই পাশের বাড়ির জয়নাল আবেদীনের ছেলে একই প্রতিষ্ঠানের সহকারী শিক আবু বকর সিদ্দিক স্বপনকে (২৮) ঘর থেকে তুলে নিয়ে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন সোর্স ও মোবাইল ফোনের সূত্রধরে উদ্ধারের বিষয়ে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।
(এসইএস/এএস/এপ্রিল ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test