E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোর সরকারি মহিলা কলেজে জাতীয় শোক দিবস পালন

২০২৩ আগস্ট ১৫ ২১:৫০:২৬
যশোর সরকারি মহিলা কলেজে জাতীয় শোক দিবস পালন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর সরকারি মহিলা কলেজ দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেছে।

কলেজের অধ্যক্ষ এর নেতৃত্বে ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়। তাছাড়া কালো ব্যাজ ধারণ, শোক র‍্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দেয়ালিকা উন্মোচন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বৃক্ষ রোপন, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এ শাহাদাৎবরণ করা সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। এ সময় কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো.মাহবুবুল হক খান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক জনাব সৈয়দ আহসান হাবীব।

এছাড়াও বিভাগীয় প্রধানগণসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস।

(এসএ/এসপি/আগস্ট ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test