E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকীতে ৪৮ জন এতিম অসহায় শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা

২০২৩ আগস্ট ১৬ ১১:৫৪:০০
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকীতে ৪৮ জন এতিম অসহায় শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৪৮ জন গরিব ও এতিম শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে সুন্নতে খৎনা (মুসলমানি) অপারেশন ও ওষুধ বিতরণ করা হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।  দিনব্যাপি এই চিকিৎসা কার্যক্রমে সুন্নতে খৎনা ছাড়াও গর্ভবতী মহিলাদের ফ্রি চেকআপ, রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিক পরীক্ষা ও ফ্রি সিজার অপারেশন শেষে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়েছে।

চিকিৎসা কার্যক্রমে ডা. কিশোর কুমার ধর, ডা. মাহবুব আলম, ডা. মাসুম বিল্লাহ ও ডা. বিনিতা দাসসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা ভৈরবের বিভিন্ন এতিম খানার ৫ থেকে ৮ বছর বয়সী ৪৮ জন গরীব ও এতিম শিশুকে সুন্নতে খৎনা (মুসলমানি) করিয়েছি। এসময় তাদের প্রত্যেককে একটি করে লুঙ্গি-গেঞ্জিসহ উপহার সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।

এছাড়া গর্ভবতী মহিলাদের ফ্রি চেকআপসহ ঔষধ সরবরাহ, রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়।

তিনি আরো বলেন, এই চিকিৎসা কর্যক্রমে চÐিবের এলাকা শিরিনা বেগম ও কালিপুর এলাকা মনিরা বেগম নামে দুইজন গর্ভবতী মহিলাকে সিজার অপারেশন করা হয়েছে। মা ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছেন।

(এসএস/এএস/আগস্ট ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test