E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর করার অভিযোগ

২০২৩ আগস্ট ১৬ ১২:০২:৫৩
সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর করার অভিযোগ

স্টাফ রিপোর্টার : নোয়াখালী সুবর্ণচরে জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে, এ ঘটনায় চরজব্বর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী জমির উদ্দিন।

ঘটনাটি ঘটে ১৫ আগস্ট (মঙ্গলবার) সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্যম বাগ্যা গ্রামে।

ভুক্তভোগী বলেন, জায়গা জমি ও নিজেদের মালিকানা গাছকে কেন্দ্র করে মধ্যম বাগ্যা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র ইব্রাহিম (৪২), শিপন (৩০), রিপন (২৫), মৃত আব্দুল হাশেমের পুত্র আলা উদ্দিন, জাকের পিতা অজ্ঞাতসহ তাদের সঙ্গীয় একাধিক ব্যাক্তি দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি দখলের পায়তারা করে আসছে, সেজন্য প্রায় সময় তারা ভুক্তভোগীদেরকে নানা অজুহাতে মারধর, বাড়ির গাছ কর্তনসহ নানা নির্যান করে আসছিলো, ১৫ আগস্ট সোমবার জমির উদ্দিন তার নিজ গাছ কাটতে গেলে ইব্রাহিম নিজের গাছ বলে তাকে বাঁধা প্রদান করে এতে দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্খল পরিদর্শন করে চরজববর থানা পুলিশ।

ভুক্তভোগী জমির উদ্দিন আরো বলেন, অভিযুক্তরা আমার ভাইদেরকে নির্যাতন করে এলাকাছাড়া করেছে,আমাকে এভাবে নির্যাতন করে এলাকা ছাড়া করতে চায়। আমি এর উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত ইব্রাহিম, রিপন, শিপন, আলা উদ্দিনের সাথে জাতে চাইলে তারা বলেন, জমির উদ্দিন পরিবারের সকল গাছ কাশেম ব্যাপারির কাছে বিক্রি করেছে, তার কাছ থেকে আমরা একটা গাছ কিনেছি ঐ গাছ জমির কাটতে গেলে আমরা বাঁধা দিয়েছি। বাকি সকল অভিযোগ মিথ্যা।

চরজব্বর থানার এস আই মিজান বলেন, জমিরের স্ত্রীকে মারধরের ঘটনায় জমির থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা স্খানীয়দের সাথে কথা বলে একটি সালিশের তারিখ করেছি। উভয় পক্ষ আসলে প্রকৃত কারণ জানা যাবে।

(আইইউএস/এএস/আগস্ট ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test