E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্মার্টফোনে আসক্ত হওয়ায় সন্তানকে শ্বাসরোধে হত্যা করল মা

২০২৩ আগস্ট ১৬ ১৯:০৯:০৮
স্মার্টফোনে আসক্ত হওয়ায় সন্তানকে শ্বাসরোধে হত্যা করল মা

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে অতিরিক্ত দুষ্টুমি ও স্মার্টফোনে আসক্ত হওয়ায় শিশু আবির হাসান জয় নামে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া ১২ বছরের এক শিশুকে হত্যা করেছে তাঁর গর্ভধারিণী মা। এ ঘটনায় সোহানা আক্তার নামে অভিযুক্ত ওই মা-কে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।

বুধবার (১৬ আগষ্ট) সকালে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইন্দানগর পানপুঞ্জির যাদুরগুল গ্রামে লোহমর্ষক এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, শিশুটি অতিরিক্ত দুষ্টুমি করত। অভাবের সংসারে বিভিন্ন সময়ে মায়ের কাছে বায়না ধরত। এসবের কারণে অতিষ্ট হয়ে মাও বিভিন্ন সময়ে মারধর করত। বুধবার ভোরে মা ঘুম থেকে উঠে দেখতে পায় শিশু আবির হাসান জয় মোবাইলে গেম খেলছিল। এসময় তাঁর প্রাইভেট পড়ার সময় হওয়ায় প্রাইভেটে যাওয়ার জন্য মা চাপ দিচ্ছিলেন। ওই সময় প্রাইভেট পড়তে না যাওয়া আর মোবাইলে আসক্তির কারণে মা সোহানা বেগম রেগে গিয়ে পড়নে থাকা ওড়না নিজ সন্তানের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেন। ততক্ষণে শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। পরে তাঁর মা নিজেই চিৎকার করে আশেপাশের প্রতিবেশীদের ডাকাডাকি করলে প্রতিবেশীরা জড়ো হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেখান থেকে শিশু আবির হাসান জয় এর মরদেহ নিয়ে আসেন এবং ঘটনাস্থল থেকে মা-কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই মা-কে ঘটনার পরপরই পুলিশ আটক করে থানা নিয়ে আসে।
তিনি জানান, হত্যার অভিযোগে শিশুর বাবা আসলাম আলী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার (চঞ্চল) জানান, শিশুটির মায়ের অতিরিক্ত রাগ ছিলো, শিশুটিও খুব বেশি দুষ্টুমি আর মোবাইলে আসক্ত ছিলো। এ নিয়ে মা-ছেলে প্রায়ই রাগারাগি হতো এবং মা এ কারণে প্রায়ই শিশুটিকে মারধর করত। বুধবার সকালে প্রাইভেট পড়তে না যাওয়া আর মোবাইলে গেম খেলা নিয়ে মা রাগ করে বলেন আজ তোকে মেরে ফেলব বলে নিজের পড়নে থাকা ওড়না পেঁচিয়ে টান দিয়ে রাখলে শিশুটি তাৎক্ষকি মারা যায়। খবর পেয়ে আমি সাথে সাথে সেখানে যাই।

(একে/এসপি/আগস্ট ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test