E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন 

২০২৩ আগস্ট ১৭ ১৯:০৯:১৮
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় শহরের ফরিদপুর  প্রেস ক্লাবের সামনে ১৭ আগস্ট ২০০৫ সালে বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জেএমবি জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর সারাদেশে সিরিজ বোমা হামলাকারী দের বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনির সভাপতিত্ব এবং সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাহিম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট অলোকেশ রায়, মুস্তাফিজুর রহমান মাসুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুদ্দোহা জহের এ সময় স্বেচ্ছাসেবক লীগের মনিরুজ্জামান লাজুকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সহ-সভাপতি ‌সভায় বক্তারা উক্ত ঘটনার জন্য তৎকালীন বিএনপির জামাত সরকারের সমালোচনা করেন। এবং এ ঘটনায় জড়িতদের ‌ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।বক্তারা বলেন ২০০৫ সালের ১৭ আগস্ট ‌ তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে একযোগে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছিল। বেশি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল। দেশকে তালেবানি রাষ্ট্র বানানের যে হীন পায়তারা করেছিল এ ঘটনা তারই প্রমাণ। নেতৃবৃন্দ সিরিজ হামলা কারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(ডিসি/এসপি/আগস্ট ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test