E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্থানীয় নেতার কাছে মহিলা এমপি লাঞ্ছিত, ৫ সদস্যের তদন্ত কমিটি

২০২৩ আগস্ট ১৯ ১৮:২২:৫০
স্থানীয় নেতার কাছে মহিলা এমপি লাঞ্ছিত, ৫ সদস্যের তদন্ত কমিটি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে আলোচনা সভায় সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা লাঞ্ছিত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ। তদন্ত কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে যাদের রাখা হয়েছে তাঁরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী, সহ- সভাপতি মজিবুর রহমান শাহজাহান, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম- সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।

এদিকে, জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের (৩১৮) সংসদ সদস্য হোসনে আরা গতকাল শুক্রবার রাতে জেলা আওয়ামীলীগের কাছে অভিযোগ দায়ের করেছেন। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ্ অভিযোগটি গ্রহণ করেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, 'মহিলা সংসদ সদস্যের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেবো।' তবে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের তদন্ত কমিটির বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহিলা এমপি হোসনে আরাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। অভিযুক্ত ওই নেতার নাম আনোয়ার হোসেন। তিনি উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।

এ প্রসঙ্গে হোসনে আরা এমপি বলেন, ‘আমি বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভায় যাই। প্রসঙ্গক্রমে অনুষ্ঠানে আমাকে দাওয়াত না দেওয়ার ব্যাপারে আয়োজকদের কাছে জানতে চাই এবং অনুষ্ঠানের নানা ত্রুটি নিয়ে কথা বলি। এ সময় উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন উত্তেজিত হয়ে তর্কবির্তক শুরু করেন। তিনি আমাকে মানহানিকর কথা বলেন। একপর্যায়ে তিনি আমাকে লাঞ্ছিত করেন।’

(আরআর/এসপি/আগস্ট ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test