E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপার অবহেলিত আদিবাসীদের পাশে আ.লীগ নেতা দুলাল

২০২৩ আগস্ট ২০ ০০:৩৩:৫৯
শৈলকূপার অবহেলিত আদিবাসীদের পাশে আ.লীগ নেতা দুলাল

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার  ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে শতবছর ধরে বসবাস করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

মনসা পূজা উপলক্ষে গত শুক্রবার থেকে নানা আয়োজনে অনুষ্ঠানটি পালন করেছেন তাঁরা। সবসময় হাসি আনন্দের মধ্যে থাকলেও আজও পর্যন্ত তাঁদের জীবন জীবিকার তেমন কোন পরিবর্তন ঘটেনি।

তাদের সাথে কথা বলে জানা যায়, নিম্নবর্ণের হওয়া তাদের শেষকৃত্য অনুষ্ঠানের শ্মশান,নিজস্ব উপাসনালয় এমনকি যাতায়াতের জন্য সড়ক ব্যবস্থাও নেই তাদের।

এমন নানামুখী সমস্যায় জর্জরিত ও অবহেলিত আদিবাসী সম্প্রদায়ের পাশে দাড়নোর জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলালের সার্বিক সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ভগবাননগরের আদিবাসী পল্লীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সারোয়ার জাহান বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড আজাদুর রহমান, শৈলকূপা উপজেলার সাবেক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলি কায়ছার টিপু।

এ সময় আদিবাসী পল্লীর বাসিন্দারা তাদের নানা অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।

সে সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ভার্চুয়ালী ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের কথা মনোযোগ সহকারে শোনেন। তাদের দীর্ঘদিনের অবহেলিত ও শোষিত হওয়ার কথা শুনে তিনি ব্যথীত হন। তাৎক্ষণিকভাবে তাদের শ্মশান ঘাট, মন্দির ও সড়ক নির্মাণের আশ্বাস দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল।

(একে/এএস/আগস্ট ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test