E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভারসাম্যহীন মানুষগুলোও কিন্তু আমাদের মতই মানুষ’

২০২৩ আগস্ট ২০ ১৭:৪২:০১
‘ভারসাম্যহীন মানুষগুলোও কিন্তু আমাদের মতই মানুষ’

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আমাদের চারপাশে মানসিক ভারসাম্যহীন মানুষগুলো অবহেলায় আর অযত্নে পড়ে আছে, তারাও কিন্তু আমাদের মতই মানুষ, একসময় তাদের জীবনও ছিল সাজানো-গোছানো , জীবনকে নিয়ে তারাও অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, আজকে পরিবার-পরিজন-আপনজনের ভালবাসা ছিন্ন করে তারা রাস্তার ফুটপাতের বাসিন্দা। কেউ খাওয়ালে খায়, না হলে না খেয়েই থাকতে হয় দিনের পর দিন, বিশ্রামের জন্যও নেই কোন নির্দিষ্ট জায়গা, বরং সমাজের মানুষ তাদেরকে পাগল বলে অবহেলা করে চলছে। কথাগুলো বলছিলেন মৌলভীবাজার জেলা ভিত্তিক সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। 

সংগঠনটি সত্যিকারের মানবিক ও সামাজিক নানা কাজের জন্য ইতিমধ্যে দেশ ও প্রবাসের নানা মহলে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাদের কাজের প্রশংসার জায়গা থেকে। বিশেষ করে ২০২০-২০২১ সালের করোনা মহামারীতে জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে এই সংগটনটির মানবিক ভুমিকা যুগযুগ ধরে দৃষ্টান্ত হয়ে থাকবে অসহায় আর সে সময়কার বিপদগ্রস্ত মানুষের হৃদয়ে। তাদের একের পর এক মানবিক কর্মকান্ড জেলার নানা মহলে বেশ প্রশংসিত করে তুলেছে। এবার জেলাজুড়ে সংগঠনটি পালন করছে ব্যতিক্রমী এক কর্মসূচি।

গত ১৯ আগষ্ট শনিবার থেকে জেলার সীমান্তবর্তী দুটি উপজেলা কুলাউড়া ও জুড়ী শহরের রাস্তাঘাটে মানসিক ভারসাম্যহীন যত মানুষ রয়েছে, তাদের জন্য মানবিক সেবা কর্মসূচি আওতায় তাদের চুল নখ কেটে দেওয়া, গোসল করানো, নতুন কাপড় পরিধান, ভাল মানের খাবারসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) এর উদ্যোগ। এর আগে সংগঠনটি জেলা শহরেও এমন কমৃসূচি পালন করেছে বলে জানা গেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর নেতৃত্বে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব নজরুল ইসলাম কয়ছর , উপদেষ্টা ও বৃটেন প্রবাসী শেখ জাহাদ জসিম, মহাসচিব মিজানুর রহমান রাসেল, জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, কুলাউড়া উপজেলার টিম লিডার রুমেল আহমদ চৌধুরী, যুগ্ম দপ্তর সচিব শেখ আব্দুস সুবহান দেওয়ান, জেলা মানষিক ভারসাম্যহীন সেবা কর্মসূচির সহকারী টিম লিডার রেজাউল ইসলাম রাফি, টিম মেম্বার তানভীর তালুকদার প্রমুখ।

এম মুহিবুর রহমান মুহিব বলেন, দীর্ঘদিন ধরে এইসব অসহায় মানুষের জন্য এই মানবিক সেবা কর্মসূচি। আমাদের এই মানবিক কর্মসূচি জেলা ব্যাপি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে মানসিক ভারসাম্যহীনদের জন্য পূর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চায় আমাদের সংগঠন।

(একে/এসপি/আগস্ট ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test