E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাতার আবেদনে অতিরিক্ত টাকা আদায়, ইউপি চেয়ারম্যানকে শোকজ

২০২৩ আগস্ট ২২ ১৮:২৯:১১
ভাতার আবেদনে অতিরিক্ত টাকা আদায়, ইউপি চেয়ারম্যানকে শোকজ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মা ও শিশু সহায়তা ভাতা’র অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা দৌলতপুর ইউনিয়ন পরিষদে তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় চেয়ারম্যান আবুল কালামকে এ আদেশ দেন।

জানা গেছে, দৌলতপুর ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ‘মা ও শিশু সহায়তা’ (মাতৃত্বকালীন ভাতা) কার্ডের অনলাইন আবেদনে সরকার নির্ধারিত ফি ৪০ টাকার পরিবর্তে জনপ্রতি অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায় আদায় করে আসছিল। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্দেশে ওই ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ইস্রাফিল হুসাইন এ টাকা আদায় করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরে বিষয়টি উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসন চেয়ারম্যান আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ দেন।

অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান,কারণ দর্শানোর নোটিশের ব্যাপারে আমার কিছু জানা নেই।

তবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা খাতুন জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চেয়ারম্যানের উপস্থিতিতে তাকে শোকজের নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা জানান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে লিখিত অভিযোগ করে একাধিক ভুক্তভোগী। এরপর তাকে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।

(একে/এসপি/আগস্ট ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test