E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে নিকাহ্ রেজিস্ট্রার সমিতির পুনরায় সভাপতি হাবিবুল্লাহ, সম্পাদক মসিউর

২০২৩ আগস্ট ২৩ ১৭:২৫:০৫
জামালপুরে নিকাহ্ রেজিস্ট্রার সমিতির পুনরায় সভাপতি হাবিবুল্লাহ, সম্পাদক মসিউর

রাজন্য রুহানি, জামালপুর : বাংলাদেশ নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) সমিতি জামালপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় কাজী মো. হাবিবুল্লাহ্ সভাপতি ও কাজী মো. মসিউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরের লুইস ভিলেজের রিসোর্ট সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন চলে দুপুর ১টা পর্যন্ত।

সম্মেলন উপলক্ষে সমিতির সভাপতি কাজী মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মো. মসিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কাজী মো. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য কাজী মো. জোবায়ের ইবনে ছালেহ, ময়মনসিংহ জেলার সভাপতি কাজী মো. এনায়েতুর রহমান, নেত্রকোনা জেলার সভাপতি কাজী মো. কামাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নিকাহ্ রেজিস্ট্রারের সরকারি বই ছাড়াও নকল বইয়ে ভুয়া বিয়ে রেজিষ্ট্রারের মাধ্যমে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ সুযোগ নিচ্ছেন কিছু অসাধু কাজী। এই অপরাধ দমনে কাজীদেরই সচেতন ভূমিকা পালন করতে হবে। এছাড়া কোনো অবস্থাতেই বাল্যবিয়ে রেজিস্টার না করার জন্য কাজীদের অনুরোধ জানান তিনি।

সম্মেলনে বর্তমান কমিটিকে পুনরায় নির্বাচিত করা হয়। পরে বাল্যবিয়ে প্রতিরোধে নিকাহ্ রেজিস্ট্রার (কাজীদের) ভূমিকা ও করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(আরআর/এসপি/আগস্ট ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test