E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় প্রেমিকের ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

২০২৩ আগস্ট ২৩ ১৭:৫৭:০২
কুষ্টিয়ায় প্রেমিকের ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় প্রেমিকের বাড়ি থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিকা জান্নাতুল ফেরদৌস তুলি (২২) শহরতলীর মোল্লাতেঘড়িয়ার মোল্লা পাড়ার ওহিদুল ইসলামের মেয়ে। দুই বোনের মধ্যে তুলি ছিলেন ছোট। তিনি কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

গতকাল মঙ্গলবার বিকেলে প্রেমিক মাহমুদুল হাসান সুমনের কুষ্টিয়া জিলা স্কুলের সামনের গলির ভেতর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর মা শরীফা বেগম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তরুণীর পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী মাহবুবুর রহমানের সঙ্গে তুলির প্রেমের সম্পর্ক ছিল। এক সপ্তাহ আগে অন্য এক মেয়েকে ওই আইনজীবী বিয়ে করেন। মঙ্গলবার বিকেলে জিলা স্কুলের সামনের গলির ভেতর সুমনের ভাড়া বাসার ৩ তলার ফ্লাটে এসে ওই ছাত্রী আত্মহত্যা করেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন কল পেয়ে মফিজ উদ্দীন লেনের গোলাম নবীর বাড়িতে যান। সেখানে তিনতলার একটি ফ্ল্যাটের ভাড়াটে আইনজীবী মাহমুদুল হাসান ওরফে সুমনের ফ্ল্যাটের একটি কক্ষের দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত অবস্থায় তুলির মরদেহ উদ্ধার করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় ওই তরুণীর মা লিখিত অভিযোগ করেছেন। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই তরুণীর বড় বোন জান্নাতুল ফেরদৌস তুন্না বলেন, তুলি সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটে ক্লাস করার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করেই সুমন আমার স্বামীকে ফোন করে জানাই তুলি আত্মহত্যা করেছে। খবর পেয়ে তাৎক্ষণিক সুমনের বাসায় গিয়ে দেখি একটি ভ্যানের উপর তুলির মরদেহ। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এক সময় সুমনের কাছে প্রাইভেট পড়তো তুলি। তাদের দু’জনের মধ্যে কোনো প্রেমের সম্পর্কের কথা আমাদের জানা নেই। এটি আত্মহত্যা নয়, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ভবনের মালিক গোলাম নবী জানান, চলতি মাসে ওই আইনজীবী বাসা ভাড়া নেন। গত শুক্রবার তিনি বিয়ে করেছেন। স্ত্রী নিয়ে বাসায় থাকেন। ঘটনার সময় বাসায় ওই আইনজীবী ও তার স্ত্রী ছিলেন। সন্ধ্যার দিকে জানতে পারেন, ফ্ল্যাটে এ ঘটনা ঘটেছে। এর বেশি কিছু জানেন না।

কুষ্টিয়ায় জিকে খালে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ কুষ্টিয়ায় জিকে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া পশ্চিম ক্যানাল পাড়া এলাকার জিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভাসমান ওই মরদেহের পরনে কোনো পোশাক ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনের জন্য কাজ শুরু করেছে পুলিশ।

(এমজে/এসপি/আগস্ট ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test