E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরের রাঙ্গামাটিয়া গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণায় সভা

২০২৩ আগস্ট ২৪ ১৭:১১:৪৯
জামালপুরের রাঙ্গামাটিয়া গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণায় সভা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে রাঙ্গামাটিয়া গ্রামকে পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব এবং বাল্যবিয়ে মুক্ত ঘোষণার লক্ষ্যে এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান।

সভায় আরও বক্তব্য দেন ইউপি সদস্য হাসি বেগম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন। এতে দেড়শতাধিক নারীপুরুষ অংশ নেন।

সভাসূত্র জানায়, জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় গ্রাম উন্নয়ন কমিটি, যুবসমাজ, কিশোর, কিশোরীরা গ্রামকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব এবং বাল্যবিয়েমুক্ত গ্রাম গঠনে কাজ করছে। গ্রামের রাস্তা,ঘাট পরিস্কার করছে, আবর্জনা ব্যবস্থাপনার জন্য জনবহুল স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন করেছে, কোন শিশু বিদ্যালয়ের বাইরে থাকছে না, পলিথিন বর্জনের চেষ্টা করছে, বৃক্ষরোপন অভিযান করছে, নার্সারি তৈরি করছে,ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন মানবিক, সামাজিক কাজ করছে। সভায় রাঙ্গামাটিয়া গ্রামকে বাল্যবিয়েমুক্ত ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে শিশুদের মাঝে মশারী বিতরণ করা হয়।

উল্লেখ, হংকং সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম জামালপুর পৌরসভা, লক্ষিরচর, শরিফপুর ইউনিয়নে ১০ বছর মেয়াদী কাজ শুরু হয়েছে।

(আরআর/এএস/আগস্ট ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test