E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভৈরবে শ্রদ্ধা ও ভালোবাসায় বেগম আইভি রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

২০২৩ আগস্ট ২৪ ১৮:২৭:০১
ভৈরবে শ্রদ্ধা ও ভালোবাসায় বেগম আইভি রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে শ্রদ্ধা ও ভালোবাসায় অকুতোভয় নারী নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৭টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও ৭টা ৩০ মিনিটে কোরআন খতমের মাধ্যমে দিনটি শুভ সূচনা করা হয়। সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ করে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর এলাকায় শহীদ বেগম আইভি রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আইভি রহমান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপ্রতি আলহাজ¦ জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মানোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে সকালে ভৈরবস্থ আইভি রহমান বাসভবন আইভি ভবনে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর শহরে চণ্ডিবের পৈত্রিক বাড়িতে তার স্বজনরা ওই এলাকার আইভি চত্বরে পুস্পস্তবক অর্পণ শেষে চণ্ডিবের মুর্শিদ মুজিব হাই স্কুলের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া জোবায়দা ওয়াজির শিশু সদন, চণ্ডিবেরসহ আরো ৩টি এতিমখানায় কোরআনখানী ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। এছাড়াও ভৈরব পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বিভিন্নভাবে কর্মসূচী পালন করেন। বিকাল ৪টায় মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক আসমা আহমেদ, পৌর মহিলা মহিলা আওয়ামী লীগ সভাপতি লাভলী আক্তার ও সাধারণ সম্পাদক শাহিন সুলতানা’র নেতৃত্বে এক বর্ণাঢ্য শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সন্ধ্যা ৭টায় ভৈরব প্রেসক্লাবে আইভি রহমানের স্মরণে এক স্মৃতিচারণ মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এর উদ্যেগে পৃথক আলোচনা সভা ও শোকর‌্যালির আয়োজন করা হয়। তাছাড়া কুলিয়ারচর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কুলিয়ারচর মডেল মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অকুতোভয় নারী নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। এরপর সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৫৮ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বাবা জালাল উদ্দিন আহমেদ ছিলেন ঢাকা কলেজের প্রথিতযশা অধ্যক্ষ এবং শিক্ষাবিদ। মা হাসিনা বেগম একজন আদর্শ গৃহিনী। ৮ বোন, ৪ ভাইয়ের মধ্যে বেগম আইভি রহমান ছিলেন ৫ম। বিবাহিত জীবনে তিনি, এক ছেলে নাজমুল হাসান পাপন দুই মেয়ে তানিয়া রহমান ও তনিমা রহমান ময়না। ছেলে আলহাজ্ব নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি। তানিয়া রহমান বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক।

(এসএস/এএস/আগস্ট ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test