E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে ৪৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

২০১৪ নভেম্বর ০২ ০৯:২২:০০
কিশোরগঞ্জে ৪৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি : “আর্থ-সামাজিক নিরাপত্তায় সমবায়” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা সমবায় অফিস শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে শনিবার জেলা বহুমুখি সমবায় সমিতি প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক এস এম আলম। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সমবায় কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

জেলা বহুমুখি সমবায় সমিতির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম. আলম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল ও বীর মুক্তিযোদ্ধা জেলা কমাান্ডর মো.আসাদ উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার আবু ইউসুফ মিয়া। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার ও শ্রেষ্ঠ সমবায়ী সিরাজুল ইসলাম ও নারী নেত্রী বিলকিস বেগম প্রমুখ ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমবায়ের উপ-সহকারী কর্মকর্তা আবু এহসান অপু। এ সময় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি– সম্পাদক, সদস্য ও প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




(পিকেএস/এসসি/নবেম্বর০২,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test