E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন শেখ হাসিনা’

২০২৩ আগস্ট ২৬ ১৬:২৮:১৮
‘বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন শেখ হাসিনা’

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : হা-মীম গ্রুপের ব্যস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। 

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোল ডাংগি বাজার নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদ ফকিরের সভাপতিত্বে তিনি আরো বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত ছিল। সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। আগামী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগের প্রয়োজন। দলের মধ্যে কোনোভাবেই যেন বিএনপি জামাত শিবিরের এজেন্টরা ঢুকে দলের ক্ষতি করতে না পারে শোকের মাসে আমাদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই শোকের মাসে আমাদের শপথ নিতে হবে, সম্মিলিত ভাবে আমরা রাজপথে সকল অপশক্তিকে মোকাবেলা করবো।

সভায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, ফকির মোঃ বেলায়েত হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দা নূসরাত রাসুল তানিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শোহানুর রহমান সোহান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কোতয়ালী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন, পরিচালক মোঃ বেলাল হোসেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহদী হাসান মিন্টু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল উদ্দিন কানু, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম মিয়া প্রমুখ।

(ডিসি/এসপি/আগস্ট ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test