E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংসার জীবনে প্রথম দিন রেলমন্ত্রী যেভাবে কাটালেন

২০১৪ নভেম্বর ০২ ১০:০০:৪৪
সংসার জীবনে প্রথম দিন রেলমন্ত্রী যেভাবে কাটালেন

কুমিল্লা প্রতিনিধি :বিয়ে করে বহু আলোচিত হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। বিয়ের পরদিন গতকাল সারাদিন বিভিন্ন বেসরকারি টেলিভিশন, জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিয়ের খবর ও ছবি ছাপা হয়েছে।

নতুন জীবনের ১ম দিন রেলমন্ত্রী মুজিবুল হক ও নববধূ রিক্তা দুজনেই ছিলেন প্রাণোচ্ছ্বল।

পরিবার ও স্বজনদের সাথে পরিচয়, একসাথে সকালের নাস্তা, দুপুরের খাবার সব মিলিয়ে নতুন জীবনের প্রথম দিনটি হাসিখুশিই কেটেছে আলোচিত ও নবদম্পতির।

বর্ণাঢ্য আয়োজনে বিয়ে শেষে নতুন জীবনের সঙ্গী হনুফা আক্তার রিক্তাকে নিয়ে শুক্রবার রাতে ঢাকার বেইলি রোডে মন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবনে উঠেন মোঃ মুজিবুল হক। গতকাল সারাদিন সর্বস্তরের মানুষের মুখে মুখে ছিলো রেলমন্ত্রীর বিয়ের খবর। নানা রকম আলোচনার কেন্দ্র বিন্দু ছিলেন নতুন এই দম্পতি।

রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের সংসার জীবনের প্রথম দিন যেভাবে কাটালেন তা নিয়েও আগ্রহ ছিলো সাধারণ মানুষের। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি সকাল ৮টায় ঘুম থেকে ওঠে গোসল শেষে নববধূকে নিয়ে বসেন নাস্তার টেবিলে। রুটি, সবজি, ডিম ভাজি, কলা, আপেল, মিষ্টি, চা,শ্বশুর বাড়ির পিঠা দিয়ে নাস্তা সারেন দু’জনে।পরে মন্ত্রী মুজিবুল হক মুজিব তার জীবন সঙ্গী রিক্তাকে বাড়ির বিভিন্ন রুম এবং স্থান ঘুরে দেখান। তারপর পরিবারের এবং তার সহযোগীদের সাথে পরিচয় করিয়ে দেন তার সহধর্মীনি রিক্তাকে। দুপুরে নতুন এই বধূকে নিয়ে একসাথে খাবার খান। দুপুরের খাবারে ছিল ইলিশ ভাজা, রুই মাছের তরকারি, ডাল, দই।

এদিকে নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াসেফ ওসমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা এমপি সাবিনা আক্তার তুহিন সহ অন্যান্যরা। এছাড়াও কিছু গণমাধ্যম কর্মীও বিভিন্ন খবর জানতে গিয়েছিলেন তার বাসায়। কথা বলেছেন মিডিয়া কর্মীদের সাথে। পড়েছেন বিভিন্ন পত্রিকাও। আজ রবিবার যথাররীতি নিজ মন্ত্রণালয়ে অফিস করবেন মন্ত্রী।

সংসার জীবনে প্রথমদিন কেমন কাটালেন এমন প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এ প্রতিবেদককে বলেন, সকালে ঘুম থেকে উঠার পর অফিসিয়াল একটি ফাইল দেখেছি। বাসায় আত্মীয় স্বজন আসছে, সবাই আমাদের দুজনকে দোয়া করেছে। আমরাও দোয়া চেয়েছি আত্মীয় স্বজনের কাছে। আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। সকালে বড় ভাই, ভাতিজি, ভাতিজার বউ, নাতি, নাতনিদের নিয়ে এক সাথে নাস্তা করি। দুপুরে ইলিশ ভাজা, রুই মাছ ও ডাল দিয়ে খাবার খাই।

আপনার স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে পরিবার ও স্টাফদের সাথে পরিচয় হয়েছে কি এমন প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী বলেন, পরিচয় হচ্ছে। আস্তে আস্তে চিনবে সকলের সাথে পরিচয় হয়ে যাবে। রিক্তা নিজের ঘর ও অন্যান্য রুম ঘুরে দেখেছেন।

সংসার জীবন প্রথম দিন আনন্দঘন পরিবেশে ও দোয়া চাওয়ার মধ্যে দিয়ে কাটে। সারাদিন বাসায় ছিলাম। আগামীকাল (আজ) যথারীতি সকাল ১০টায় অফিস যাবো।


(এইচকেজে/এসসি/নবেম্বর০২,২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test